Header Ads

Header ADS

What skills do you need to do freelancing?


অনেকেরই কনফিউশন থাকে যে আসলেই কি আমি ফ্রিল্যান্সিং (Freelancing ) করতে পারবো? কি করতে হবে ফ্রিল্যান্সিং করার জন্য? সত্যি কথা বলতে তেমন কিছুই লাগবে না আপনাকে এই পেশা শুরু করার জন্য। প্রথম যে জিনিসটা আপনার লাগবে সেটি হলো ইচ্ছাশক্তি ও ধৈর্য্য। এগুলো থাকলেই আপনি এই ফ্রিল্যান্সিং সেক্টরে নিমিষেই সফল হবেন।


এর সাথে আপনার দরকার হবে ক্লায়েন্টের সাথে যোগাযোগের দক্ষতা এবং কাজ চালানোর মতো ইংরেজি জানা।চালানোর মতো বললাম কারণ এখন ইন্টারনেট  এর যুগ।আপনি চাইলেই ইন্টারনেট ব্যবহার করে অনেক কিছু করতে পারেন।তারপর  ইন্টারনেট সম্পর্কিত ভালো ধারনা ও গুগল এবং ইউটিউব থেকে বিভিন্ন রিসোর্স খুঁজে বের করার দক্ষতা এক্ষেত্রে আপনাকে অনেক সহায়তা করবে। এই হল মুলত প্রয়োজনীয় বিষয়াবলী যা আপনাকে ফ্রিল্যান্সিং(Freelancing ) এর জন্য যোগ্য করে তুলবে।ধন্যবাদ🥰❤️ 

No comments

Powered by Blogger.